নতুন গাঙের জল- মন যে টানে।
সংগ্রামে মাতে, কে পারে ছিঁড়তে জাল?
এই এলো বলে, দাদনের কারবারি!
ঈদের শেষ, নয় সেতো বাড়াবাড়ি।
ফিরবে বরাত- দিন মজুরে;
পাকা ধানের মৌতাতে, মন ছুটে হাওরে।
মেলা নাকি তেজ- ঘন কালো মেঘ।
ডরায় না সুঠাম পুরুষেরা, আসুক না বজ্র!
আহা! নিশানায় নেই- মাথা উঁচু তালগাছ।
কেনো ছিলো বাতাসি অনুযোগ,
মেরামতে শক্ত- ঘরের কড়িকাঠ;
আড় গোঙায় হাঁসফাঁসে, আফসোসে শরীফার লাজ!
সোয়ামী মোর আসুক ফিরে ব্যাটা।
চেলামলার চচ্চড়ির রাধা- কান মলা খাবে কর্জ!
২৪শে এপ্রিল ২০২৩