সবুজ খোলা ক্ষেতে ঝুলে আছে মাথার উপরে
পড়বে পড়ে করে
হাতাহাতি ধূসর কালো গোল
জীবন্ত বিশাল গোল গোল হাতি
গোল্লাছুট খেলে পাটের পটে
তীর পড়ে ওই তীরে
হাত নড়ে প্রাণ নাড়ে
কিশোরী ঝিরির ভাঁজে ভিজে
দখিনা বাঁশিতে
যুবতী মধুমতী ছুটে তার মোহনের খোঁজে।।

নড়াইল, ৭ই জুন ২০২১