অভ্যাস ফিরায় নিত্য,
টাকা দিয়ে দল বাজি।
খুব খুব ভালো সে বিনোদন আয়োজক।
সময়মত পৌছেছি রেস্তোরাঁয়..
আমার মতো দেশ-সমাজের অনেক আলোচক;
অজানা শিহরণে খাবার আড্ডায় তাঁরা মিত্র ;
উড়ছে পোষা কবুতর,
বাতাসে তাদের ভর...
তবুও মনে হয়, চলাচল যেন অপার শূন্যতায়;
অজানা পথ-মাঠ-ঘাট-অলিগলি
চিনে চিনে নিশ্চয়ই ফিরে ওরা বাউলের বংশধর।
উত্তেজনায় গরম চা-কফি, ধরেছি যে খেলায় বাজি-
দেখা যাক কতটুকু পোষ মেনে,
কে আসে কার আগে গন্তব্যের ঠিক ঠিক ঠিকানায়!
ভালোলাগা, কা'কে বেশী ভালোবাসি;
ক্ষমতা ও দক্ষতার অসাধারণ শৈলী
বা উত্তেজক লোমহর্ষক প্রতিযোগিতা,
অথবা আমি যে এক পাড়-জুয়াড়ি!
৫ই ডিসেম্বর ২০২৪