প্রতিরোধে শান্ত দিল
মুখে খিল
আয় আয় রূপকথারা!
শুভেচ্ছার ঘুড়ির ক্রমশ আত্মরূপ,
পেত্নীর কেশ ছড়িয়ে বেশরম।
রত্নখচিত রুবীর অঙ্গারে আরও চাই টন টন কালা।
ভয়ংকর কালো সে কুন্ডলী;
উনুনের লালচে একরোখায় রেখেছি চোখ-
লাল সে ক্রমশ লাল!
আগুনের আঁচে ধীরে ধীরে প্রতিরোধে
জলছবি বাংলায়
লালচে লাল অগণিত চোখ বিস্ময়ে ফোটে।
এ যে বিজয়ের মাস।
জয় বাংলা!
৬ই ডিসেম্বর ২০২৩