আমি জলে আছি
গড়িয়ে হতে চাই লয়
আগুন থেকে জল;
লোভে বা অভাবে দেখি লাল চোখ, রক্ত দৃষ্টি আগুনের ভয়!
জল থেকে মাটি
ফলাফলে খাঁটি
আমার শূন্য আশা, থেমে থেমে ভাষা, ক্ষনিকের দশা
মাটিতে মুসাফির, পালাই ছুটে, লুটাই-গুটাই
হবে কি ঠাঁই! ভালোবাসার পানিতে ভাসি; যতদিন আছি।
নড়াইল, ২৪শে মে ২০২২