আলোকিত পল্লীতে,
বিদ্যুতের তারে ঝুলুক বাদুড়, পেঁচার কান্না থেমে থেমে-
গাঁয়ে নেই, থেমে গেছে, নেমে গেছে সুদূরে..
রাতের আলোয় পোকা ধরে, নতুন রোজগারে-
ব্যস্ত কালো ফিংগে।

কয়লার ধোঁয়ায় পালাবার পথ খুঁজে
প্রতিবেশী নাহি যাচে
কোথায় বাঁচে, মাতার বাড়ির রোদ্দুর।

খালি গায়ের কিশোরেরা পরেছে জামা-
হাসিতে ঝিলিক।
এসেছে, আসছে নতুন ওলি
পেয়েছে নতুন মামা হাডুডুর মাঠে, হায়ারে খেলতে-
ঝিম ধরে, দম ধরে -
আগেই চলছে জোর কসরত, মাঠ দখলের.. 

১৩ই এপ্রিল ২০২৩