কোন খেলা জনপ্রিয়,
প্রতিযোগী বা প্রতিযোগিতার প্রশ্নে কোনটি দিবেন টিক।
ফুটবল তো ফুটো- দরকার প্রতিকল্প;
ক্রিকেটও মনে হয় আর নয় বিকল্প।
স্টেডিয়াম ছাড়া ভরে না ইথারে আর মন।
হাডুডু কেমন, গুড্ডু?
দম ধরে স্পর্শ আর অনুভবে এজাতীয় ঠিক-
ভরতে পারে তোর টেরা টেরা ডিজিটাল মন।
৯ই মার্চ ২০২৩