জমিন পেলে চাষি একপ্রস্ত;
বাপদাদার শিক্ষায় চলছে সংগ্রাম,
অভাবের মিলবে জামিন, মিলবে হস্ত..
বাউল গানে হাতপা চলে ফসফস ;
মন মাতে, তাতেই সাহস।
কেটে যায় দিনরাত, এই পরীক্ষা-ই ভালো।
গ্রাম তো টিকে আছে, আর তার পোলা আছে-
ভার্সিটি পড়ে, যেমন হাতির কান নড়ে।
সাহেব হবে,
গবেষণা হবে, যেমন চাষিই গবেষক,
গ্রাম মজবুত হবে, বালু পড়বে, রোদ পড়বে-
সে যে উদ্যমী চিন্তক।
বিলের জমিন ভিটে হবে,
চা এবার মিঠে হবে, আসবে ঘরে আলো,
সবাই বলো, বলো..বাহবা ভালো।।
নড়াইল, ৫ই জানুয়ারি ২০২১