১.
চারিদিকে ভোগ কোথায় রাখি শোক
সবই মোর কপাল সব হাটে গোপাল।
২.
শোভা ঝুলে গাছে ফল নুয়ে আছে
লিচু থোকা থোকা খরতাপে বোকা।
৩.
আম যাবে ইতালি কথা নয় হেয়ালি
রস বেচে খেয়ালি মিঠা সেই দূতালি।
৪.
কেনও ঠোঙ্গা শাখে টিয়ে আসে ঝাঁকে
রেগে আছে বাদুড় ঘন্টি ঢাকে মূঢ়।
৫.
মোড়ে মোড়ে গোল তালশাঁস নামায় ঝোল
জিহ্বা খুঁজে জাম দমে পাকে আম।
২০শে মে ২০২৩