শুকনো হাওর,
হামাগুড়িতে গাঁও নেমে আসে রক্তস্রোতে।
নেমে আসে গৃহস্থালি জিরাতির সংসার,
প্রেম জিইয়ে রয়,
ধনধান্যে গবাদির সাথে জিপসি রাতে,
তারার সাথে জোছনা রাতে
ফিসফিস হাওয়ায় কথা হয় পরম্পরায়,
কথা হলে ভারী, ফিরে তাড়াতাড়ি ,
দোয়ার নায়ে ভাসবে সেথা বসতবাড়ি, প্রাণের নাড়ি।।
১৭ই মে ২০২৪
জিরাতি: কিশোরগঞ্জ নিকলী হাওরে গ্রীষ্ম মৌসুমে বোরোধান চাষাবাদের অস্থায়ী গ্রাম, বসতি।
কৃতজ্ঞতা: "জিরাতি: হাওরের আশ্চর্য গ্রামের অস্থায়ী বাসিন্দারা", সংবাদ প্রতিবেদন, দিলীপ কুমার সাহা, দৈনিক ইত্তেফাক, ১৭ই মে ২০২৪।