শান্তির অবকাশ শেষে
মেঘের ছায়াতলে এই শান্ত সকালে
রবির দেখা মেলে- দুরন্ত পা ফেলে
একদল!
একরাশ হাসি- ঝুড়িকোদালে চলে
আমাদের গাড়ি আর বাড়ির চিরচেনা গলি ফুটপাতে
পাখিরা পাখিদের সাথে গলে গলে চলে
অন্ন জোগাবে ভালে-

শুভ হোক দুরন্ত চলা।

ঢাকা, ১৯শে মার্চ ২০২৩, সকাল