শৃঙ্খল ভাঙি।
জোড়ার কৌশল আমাকে গড়ায়, আমি গড়ি ;

আরও বড় শেকল চাই... ক'জনকে দেখি পাই!

পার করে বাড়ি, পড়শীর নাড়ি
মহল্লায় ঘুরি, তারপর শহর.. জনপদ.. বহরের পর বহর..

তারপর হলে মানবিক!
আরও আছে মহাকাল, তুমি আমি যাত্রী;
মানুষের ঘাড়ে চড়ে জোড়ায় জোড়ায় পায়ে পায়ে চলে পালকির ডিঙি...

শুভ রাত্রি।

১০ই জানুয়ারি ২০২৪