গোঁড়া পেতে বা বাঁচতে বা বেঁচে আছি দেখাতে
বাতাসের অপেক্ষায়, কেউ আসুক!
যদি ঝাড়ু বা ঝাড়া দিয়ে অশুভ তাড়ায়;
নব চিতকারে দাঁড়াতে চায় ঝড়ে পড়া গাছ!

বিষাক্ত প্রশ্বাসে
পরিবেশ খেকো গোঁড়া কাটা সেগুন,
সতেজ শেকড়ে নবপল্লবে ফের বিটপী হতে চায়;
অথবা, বোধের বট বহু বহু কান্ডে
মাজা ভেঙে পুনর্বার দাড়ালে,
অজস্র ঝুরি আর ঠেশমূলে-
অভয়ারণ্যে ঠাঁই দিতে চায় সকল পক্ষী কূজন।

সময়ের স্রোতে এ বাংলায় কাষ্ঠ গুণাগুণে সেগুন
বা গৃহস্থালিতে কম গুণের বটগাছ ক্রমশ বসতি হারায়...

তাতে কি অরণ্য পরিচয় হারায়,
নাকি নতুন পরিচয় পায়?

১৬ই আগস্ট ২০২৪