স্ত্রী ডাকে জানু দীপ,
দেশ ওই যে রবির করে- আলোময় ঝলমল সন্দীপ।
ডাকে তার ছেলেমেয়ে বাজান, ও বাজান...
উপকূলের শীস ধরে...
মনে ঢাক বাজে ক্যান, বিশ্বস্ত বিবেকের আজান!

তার যে রয়েছে অংগীকার, খোদ দয়ালের কাছে।
নাম, মরা বাপ কপালেতে সেঁটে দিছে মামুন।
চোখ স্থির! মগজে আসে না- জ্বলবে কি উনুন;
কে পড়লো- ফসকে জলে?
রাক্ষুসে সাগর তারে
খেয়ে নিতে পারে, দু'মিনিটের হেরে ফেরে!
কাঁপায় মন, হাতে কার প্রাণ!
ঝাঁপ পড়- উত্তাল সাগরে!
আমার নৌকা থেকে, পারাপারে কেন প্রাণ যাবে?

২৫শে জুন ২০২৩

প্রেক্ষাপট: ১৫ই জুন ২০২৩। সন্দীপ চ্যানেলে প্রতিকূল আবহাওয়ায় হঠাৎ ঢেউয়ের ধাক্কায় লাইফবোট থেকে সাগরে ছিঁটকে পড়া যাত্রীকে অসীম সাহসিকতা নিয়ে তাৎক্ষণিক ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন নৌকার মাঝি মো. মামুন।