ঝলমলে আলো সব দিনে নেই।
যেমন আজকের কপালে
জলঘোড়া চলছে দুলে মেঘলা দিনে,
নিথর কনক্রিটে আগামী পদ্মা দুলে,
আমরা থাকি ভুলে,
আয়োজনে দিবসের আহার, গাংচিল আজও ব্যস্ত,
অতি প্রশস্ত দয়ালের দয়ার সাগর।
ঝলমলে আলো সব দিনে নেই।।
ঢাকা থেকে নড়াইল যাত্রা পথে, পদ্মা পারাপার
৫ই ডিসেম্বর ২০২১