নাহ! চৈত্রে বহে খরতাপে,
পাতাঝরা সড়কগুলো বড্ড ফাঁকা;
ধূসর পিচে দ্রুত ঘুরে চাকা, নেই জড়তা।

রক্তপ্রাণের লালচে শিরায়
বহমান তেজি ঐ বুদবুদগুলো গেলো কই?

যেন আজ ডাকছে ভূত, পুরনো বেদনার মতো।
ঈদের ছুটিতে ঝরাপাতাগুলো
পায়ে পায়ে জড়ায়- আলগা, বেশরম!

মাস্ক বনাম ধোঁয়া-ধুলো,
অথবা অজগর ফুটপাতে- জনসমুদ্রে রঙ্গিন বট এ,
গিনেস বুকে কনুই মারা দুরন্ত কিশোরী,
বসে নেই-
বিয়ের পিড়িতে আনত চোখে পল্লীবধু...

আয়! ফিরে আয় তোরা, ওড়াবো ফানুস!

৩১শে মার্চ ২০২৫