আলোর ঝলকে
হিমালয় ছেড়ে
বুদ্ধের সাথে নেমেছি সমতলে।
দীপঙ্করের বাড়ি, আশীর্বাদের হাড়ি;
ঝলকানি পড়ে বহুকাল ধরে ব্রহ্মপুত্রের চালকে
ক্লান্ত ঝলক
অভিমানী বালক
মেঘ বালিকার প্রাণভোমরা, ফিরে উজান পাড়ি।
পুত্রের ধারা
ওয়ারিশ তারা, টেনে টেনে তারে মুষ্টির গিঁটে,
ফিরাবে ঝলক বঙ্গের সমতটে।।
৩০শে জুন ২০২৪।
নোট: 'তার' শব্দের অর্থ বৈদ্যুতিক সংযোগের তার অথবা 'সেই ব্যক্তির'।