মহাকম্পনে জীবনের জড় কাঁপে থরথর;
বায়ুকে সাথে নিয়ে
আছড়ে আছাড়ে মরা প্রাণগুলো
মৃতের সফেদে তীরে ছেড়ে-
কি বলিতে চাও- শুষে চলা বালুকে!
প্রজ্ঞা তোমার জাগাও আলোকে
স্মরে স্মরণে গতবেলা- চরে খেচরের মতো এ বেলা।
আমি যে শুক্রবারের সাগর;
সংগমে গোরস্থান দেখো নাকি-
মরা জ্যোতিষী প্রবাল!
কিংবা চলমান সতত সাদা হওয়া ঢেউ ফেনায়িত।।
ইনানী সৈকত, কক্সবাজার
শুক্রবার, ৪ঠা আগস্ট ২০২৩