বেঁচে যাওয়া আর বেঁচে থাকা ;
কারো কৃপায় বাঁচি।
প্লেটে সাজানো মোটামোটা কইমাছ ভাজি; বেঁচে আছি।

প্লেটে সাজানো পুঁটিমাছ ভাজি- সংগ্রামে আছি;
শেষ হতে বাকী খেলা।
ভাড়াটিয়া খেলোয়াড় রচিবে ভাগাড় কর্জের মেলা।

সমুন্নত শির আমার সময়ে;
বিরহে লাহোরে গাবে গজলগীত পাঞ্জাবি মেয়ে

আরও অনেক গীতে চলবে চলুক বিরহ গাঁথা...

নড়াইল, ১১ই এপ্রিল ২০২২