সারাদিন খোঁজ খাবারের
সারাদিন খোঁজ খবরের, সারাদিন খোঁজ সৌরভের বা গৌরবের
বাহবা দিতে চাই
ধন্যবাদ দিতে চাই; আমি যে মানুষ বড় মনের!
কলম আর মন;
দ্বন্দ্বের বা মন্দের খোঁজে মন যাতেতাতে আর মাতে না।
তাই, শুভেচ্ছা জানাবো কারে, খুঁজি জন্মদিনে।
বা জৈবিক ঘর্ষণে-
ভূমি কর্ষণ...শস্যের ফলন। অথবা, মালির মন তার মতন,
যতনে যতনে হবে বিকশিত ফুলের কানন।
বাজারে তোলা হলে
বাজারে শেষ হলে সব সব ফুল, ফুলেল শুভেচছা-
চাই খোদা কষ্টের পরিভ্রমণ; নুড়ির মতন।
আত্মশুদ্ধি ও বোধের গোল গোল ডিমের মতন।
চাওয়া থাক চাপা-
একদিন আসবেই আমার জন্মের দিন।।
২৭শে ডিসেম্বর ২০২৩