সড়সড় খড়খড়
ঘড়ঘড় খনখন, ভিন্ন স্বরে অভিন্ন তালে
ঝিঁঝির সন্ধ্যার ডাকে মিলে বাজনা থামে না...
থামছে না...
থামে না, মারা যায় যারা
এই ভাদরে অবিরাম খাঁড়া মারএর শব্দে জংলী বিচারে;
থামবে না মনে হয় এ ভীতিকর সাপময় ব্যঞ্জনা
আমি থেমে আছি চুপিসারে...
নি:শব্দে জান হাতে হাঁটি অলিগলিতে,
শহুরে ফুটপাতে বা গাঁয়ের বিজন পথে...
পতিত বাড়িতে জংলা গজাতে একমাসও লাগেনা।
৯ই সেপ্টেম্বর ২০২৪