সময় এখন যাযাবর হবো।
যেভাবে যাযাবর হলে হবে স্থবির- আমার ধমনিতে।
যাযাবর হতেই হবে,
যেভাবে আলাউল আরাকানে রাজকবি,
সত্যেন বোস তত্ত্ব বেচে,
আর অতীশ দীপংকর গৃহত্যাগী..
নতুন গবাদি নতুন খাতিরে,
নতুন জমিনে চলবে আবাদি; যাযাবর হবো।
ঝালিয়ে ইতিহাস পুরনো পথঘাট; আবার চিনবো।
বাজবে ঝংকার ডিএনএ-র তারে,
আয় আয়, হায় হায়! যাযাবর হবো।
ভেস্তি যতই করো খিস্তি,
রক্ত টানে যেমন, মধুমতী চলে
সাজাও নাও, হে নাবিক তেমন,
বাক্সের মানচিত্রে এখনও দিকরেখা দেখি-
অস্পষ্ট মধুর;
নতুন কলোনি, পেঁয়াজের ঝাঁঝ,
অন্তরে লালা, গলায় মালা..
যদি হয় নিতে কিছু যদি সাথে,
বাংলার পলি
ভালোবাসবে মালি, বিশ্ব জমিন,
ফের ফিরি মরুতে।
আবাস হলে হবে স্থাবর, আমি যাযাবর।
রাখাল হলে হবে স্থবির, আমি যাযাবর।।
নড়াইল, ৪ঠা জানুয়ারি ২০২১