হে মহাশয়, মহাপ্রাণ
তমিজ, কুদ্দুস, মাখন যখন গায় মুক্তির গান
কপালে আমারও জুটুক গাওয়া ঘি এর সাথে ভিসা দান;
গতকালই স্মরেছি তাঁরে- বিদ্যাসাগর,
আমি বেকুব মরে মরে সাঁতরাই ভূমধ্যসাগর।
গোখরোর বিষ দেখে আর যদি যান চটে-
কেল্লাফতে!
উঠোনে কদুর লকলকে ডগায় এবার উঠুম জাতে।।
২৭শে সেপ্টেম্বর ২০২৩