নেশাদার কেউ বড়শীতে সূতা ছেড়ে টোপ ফেলে,
পেশাদার কেউ গুষ্টিসমেত তারে জালে আটকায়।
খলবলিয়ে খেলা,
হাততালিতে মামুদে ফেনা আমুদে ফোটে ;
হৃদে চমচম শিহরণে।
আকর্ষণ বলি বা অবাধ বিচরণে,
মোহ বা প্রলোভনে-
জালে আটকে পড়ে সরল সব আচরণ,
ভালো থাকার আশা বা
নির্ভেজাল ভালোবাসা।
জালে আটকে পড়া, জালে আটকানো বেশ-
অনাহারে হবেই শেষ!
যদিও মাকড়সা সে পারে সহজেই
বিষাঘাত করে বিনাশ।
২১শে সেপ্টেম্বর ২০২৩