মোহনীয় কমলা রঙিন
বা রক্তঝরা লালের ঝাঁঝে নাগরিক স্রোতে
কেউ স্বপ্ন দেখলে ক্ষতি নাই। 

বড় শয়তান, ক্ষুদে শয়তানদের সে চিনে,
বোকা আইভান বিস্মৃত নয়,
জেগে থাকে বোধের তলস্তয়;
পরম্পরায় এপ্রান্তে বাস করে মানবতার লালন সাঁই।

সময়ের পেশিতে ভাজা ভাজা হয়ে
বুঝে নিবে আপন পর;
আস্তিন গুটিয়ে শ্বাশত ক্ষুধায়
সংগ্রামী জনতা এগিয়ে যায়, প্রয়োজন নেই বাহবার।

কেউ কী বিভেদ বীজ বুনে চলেছে গরীব ডেরায়?

২৭শে জুলাই ২০২৪

কৃতজ্ঞতা: প্রখ্যাত রুশ সাহিত্যিক লিও তলস্তয়; গল্প, "বোকা আইভান "।