জলের দানব নিয়ে গল্প অনেক ;
ভাসা তার স্থির চোখ-
পাড়ের অস্থির সংঘে ইটা মারার কানাঘুষা,
বধের আশা বহুদিন ধরে প্রান্তিক উপকূল ঘিরে।

ছুঁড়তে পারে ইটা কেউ !
পকেটে থাকতেও পারে টুকরো,
এই যেমন,
ভিক্ষুকের জন্য জমে চিকচিক কয়েন।

কয়েনে ভিক্ষুক বিদায়।
একসময়, জলের দানব কুমিরও ডুব দেয়;
যদিও একাত্মা একাট্টা হাততালি,
দানব কি পালায়?

নাকি, গ্রাসের ঝিঁঝি ডাকে তার আহারের থলি!
দানব রুখতে ইটা-সংঘের গল্প চলে গল্পে অনেক।

৯ই নভেম্বর ২০২৪

প্রেক্ষিতঃ বর্তমানের বিশ্বরাজনীতি।