পাথরে যারা বিশ্বাসী,
আমি ক্রীতদাস
আমি কারিগর, গড়ি সৌম্যের মূর্তি।
দেয়ালে দেয়ালে হরফের টানে মূর্তির ছায়া ফেলি-
আসো দেখে যাও, মূর্তিতে যারা বিশ্বাসী।
সোনা-রূপোয় মোড়া
চকচকে চিন আমাদের রাজা।
তারে ভর করে
কার ঘর ভরে চলছে আজ সমাজ চাবুকের দিন!
হাত মোড়া আমি রাখাল-বেদুঈন..
আমার শ্রম নিবে কিনে
বাদশাহী, নামি-দামি শাহি বাদশাহী।
কে করে খোঁজ,
হে খোদা, আসল কাবা কী জীর্ণ লীন?
আনত শীরে দাঁড়ায় ফকির শাহি;
অত্যুচ্চ মন তাঁরে ডাকে- অনুচ্চস্বর ফিনফিন,
পাছে সামাজিক পিঁপড়ের ঘুম ভাংগে।
আরশে প্রতিধ্বনি- দ্বীনে যারা বিশ্বাসী,
শুধু তাঁর খোদা শুনে;
মুক্তি পাক প্রতিযোগী সব মূর্তি,
সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সৌম্যের পরম্পরায়
মুক্তি পাক এই ভূমে হৃদয় পাথর।।
নড়াইল, ৯ই ডিসেম্বর ২০২১