হতাম যদি শেরশাহ সুরি; যৌবনে-
যমুনায় আষাঢ়ের গনে ভেজাতাম!
কি অপরূপ!
'আষাঢ় গগনে' ভাসে বাংলা থৈথৈ।
আসে জংলা- ডাকো মাভৈ: আকাশে!
বরষনে গানে গানে ডুব সাঁতার;
বাঁচে হকদার, বাকি তিরোধানে।
'হতাম যদি তোতা পাখি তোমায় গান...
নাচ দেখাতাম...'
কৃতজ্ঞতা: "হতাম যদি তোতা পাখি"- কথা ও সুরে বীরেশ্বর সরকার এবং বরেণ্য সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা 'মাদার' চলচ্চিত্রের গান।