যে থামার সে থামবে।
তেমনি যে যাবার; তারপরও দর্শকের দিকে দৃষ্টি সবার।
কারো চুমা বাতাসের ছন্দে গ্যালারি ছড়ায়।
থেমে সে কুঁকড়ে যায়,
কুঁড়ে যায় সাপের মতো, বলবো কি।
হুক তারকাঁটার হুকের মতো
বা লম্বা লাঠির মাথা মোড়ানো- কেউ হাত রাখবে।
কেউ ঝুলাতেই পারে। যেমন, আমেরিকান রেড ইন্ডিয়ান।
গলায়ও ঝুলায় কেউ, নারী ও নরে-
ভাবনায় আর কি, মুন্ডু ভেবে।
সবই চলে অভাবে আর দর্শকের প্রত্যাশার স্বভাবে।।
শুভ সকাল।
৪ঠা ডিসেম্বর ২০২৩