বরই এর অম্ল স্বাদে
কাঁঠালবাগান আম্র কাননে শাখাগুলো ডাগর চাহনিতে
ফাগুন ডাকতে
গাদাফুল গোলে গোলে এখনো হলুদে
আমার একখানা হলুদ জামা
রেখেছি সযতনে
যদি কিছু ভরতে পারে ভালোবাসা ধূসর এই মনে
গেয়ে আসুক নাচুনে প্রিয়া বাসন্তী রঙে।।
শুভ সকাল।
১০ই ফেব্রুয়ারি ২০২৪