পড়শীর খবর পড়শীই রাখে
ছোট দড়িতে বড় টান।
তলে তলে জুড়ে তল, গড়ে ভূতল।
লম্বা দড়ির টান, কেমন শীতল-
স্পর্ধার বার্তার, স্পর্ধিত সমতলে লেগেছে কাঁপন।
জেগেছে এশিয়া জ্বালিয়ে উনুন
নতুন রন্ধন, উষ্ণতার স্বপন..
আবার জাগে হিমালয়, ভূতল নয় সমতল,
ঠেকায় হিমশীতল।।
১১ই জানুয়ারি ২০২৪