শৈশবের নিম শাখা, এইতো আবার পেলাম দেখা
খেজুরের পাতার দোল
খুঁজে পেলাম মায়ের কোল, স্মৃতিতে গোল হাতপাখা।

ঘূর্ণনে কষ্ট আঁটা
চোখ কাতরায় ছলছল- বিজলী ছিল না সেথা
বাতাস ছিলো পাখার মায়ায়
নেশার ঘোর শান্তির জল
মাগো, কিছু সময় তোমার ছায়ায়
সত্য ঘুরে সত্যি ডাঁটা, পেলাম যখন তালপাখা।

খুলনা থেকে ঢাকা যাত্রাপথে, ১৮ই মে ২০২৩।