দাঁড়ির কাঁটা সমান হবে জাগরে জোয়ান উঠাও পাল্লা।
কই এর খলমাছ খলসে চলে খলশে বিলে;
চলবে কি তোমার খল স্থানে জাতের ধারা ডিউটি করে।

নিড়াও ও'ক্ষেত যতন করো, ধারাও কাস্তে-
জং ধরেনা জং এর চেতন।
ঐ যে উড়ে আপনা কেতন,
যেমন-তেমন সমান পাল্লা-
হারলে ওঝা!

বিষ নামাতে ভূগোলে গোল,
বলদ গরু ঘানি টানে, কার লাগবে সর্ষে তেল?

শুভ সকাল।

২২শে সেপ্টেম্বর ২০২৩

পটভূমি: ২০২৩ এর জুন মাসে কানাডার ভ্যাঙ্কুভারের কাছে খালিস্তানপন্থি জনপ্রিয় নেতা জনাব হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন। এ বিষয়ে দু'দেশের ভেতর ও বৈশ্বিক রাজনৈতিক সমীকরণে গভীর  কূটনীতিক দ্বন্দ্ব চলমান।
কারও পক্ষ নয়- সার্বজনীন জাতিগত উপলব্ধি, দেশপ্রেম, বহুমাত্রিক রাজনৈতিক অবস্থান পর্যবেক্ষণ প্রতিক্রিয়া হিসেবে কবিতাটি লেখা।