আগে চল আগে যাবো, আগে দাও গোল
সদাচার মেনে গোল না মেনেও
পায়ে ঠেলো গায়ে ঠেলো।
আছে ঠোলা পাশ এ ঠেলো-
ফলাও অধিকার- না শুনে ধিক্কার।
রিকশা ভ্যান ঠেলাগাড়ি
যাত্রী নিয়ে কাড়াকাড়ি
ভাড়া নিয়ে বাড়াবাড়ি, বাস থামে এলোপাতাড়ি
মরণ ছোবলে শীতল নাড়ি ফেরেনা বাড়ি-
চলে আহাজারি,
রক্তাক্ত লাশ উষ্ণ নাড়ি উঠোনে গড়াগড়ি
বাপের তালুক মগের মুল্লুক
নাই শের শাহী
আয়রে, নয়া কিল খাইরে শেয়াল মুন্সি,
ও ভাই রে মগা দস্যি!
হ্যাপি বাংগাল চলে বাংগাল।।
নড়াইল, ১৮ই সেপ্টেম্বর ২০২১