দৈত্যদের বেশ চাহিদা...
আমি তো বিশ্বাসই করিনি,
আমার ভাই বা ভালো বন্ধুটি কখন যে বাজারদরে দৈত্য হয়ে গেল!
সবাই আজ আধাপাগলদের কথাই অদ্ভুত আওয়াজ করে গিলে।
তারা ভীষণ.. ভীষণ জনপ্রিয়!
যদিও সে রোজ সমাজনেতাদের কথাই বলে...
আমার মনে হয় তারাই নয়া নেতা!
প্রকাশক বলেন টাকাটা আমি দেবো।
সামাজিক গণমাধ্যমে আগে হবে বাজনা...
ও-ই যে বুদ্ধির ঢেকি,
আপনারা যাকে বলেন তথ্যের মেকি বুদ্ধি;
সিরায় ভিজিয়ে গভীর তেলে ভেজে পাঠাবে আপনার মচমচে প্রোফাইল ফলাফল...
আপনি পরবেন, এ সংস্করণে, জ্বি আজ্ঞে-
ইন্ডিয়ান দর্জিতে দিল্লির শেরওয়ানী,
আর দাড়ি ও টুপি মদ্যপ মির্জা গালিবের মতো...
এখন বুঝেছি-
সামনে হাফপাগল, পেছনে গভীরে আরও আরও নেতা
নয় পাগল... নয় তারা মেকি
আমি গরীব কবি,
হাল ফ্যাশনের ভালো কোম্পানির প্রকাশক চাই।
২৪শে অক্টোবর ২০২৪