পানার কিসমতে
অগণিত অগভীর ঘাটে ফেলবো তোমায় বাটে
কে রাখে হিসেব হিসেবের খাতা
তোমার গোণা যন্ত্র
মেনে ধনমান পুঁজিতন্ত্র যোগফল ফাঁকা
দেখে বোকা খুঁজতে খুঁজতে গোঁজামিল
ঝিমিয়ে পড়ে কি শকুনি চিল- চোখের পাতা!
ধীরে ধীরে বিকাশ- লাভ করে পানা
জানা অজানা রন্ধ্রে নালায় হাকিমের চোখ কানা।
চলছে জং
উড়ছে ধূলি; আমি বদলাবো রং।
ঝঞ্জা শেষে বাজবে মাদল আসবে বাদল
রিসেট বাটনে চাপ
ফিরবে আবার শাপ
সৌম্য শান্ত
বাংলার সামন্ত পাশাখেলায় ফের হবে শুরু
এবার গুরু আমার দান।
৮ই সেপ্টেম্বর ২০২৩