থোকা নেই, বোকা নেই ;
ঝুলে কিছু আম,
পোকা বা পাখির খাবার।
"আমরা গরীব চাইলেও দেয় না",
অভাবী আক্ষেপে পত্রগুলো কাঁপে।
আমিও আসি গাছের আড়ে;
কি শোভা রে!
কাননের ভাগ নিতে চিন্তনে আছে কিনা মানা?
ধন্যবাদ গৃহস্থ!
এ পরিবেশ গৃহস্থের সমাহার যেন এই বিশ্ব- মহাবিশ্ব।।
১৮ই জুন ২০২৪।