ইচ্ছে করে- ঘুরাফেরা ;
বাগান ঘুরে,
সাগর ঘুরে, হিমশীতল মেরু ঘুরে হইনা একটু পাগলপারা
ঐ যে বাগান-
টগর দেখে পাগড়ি মাথায় তাগড়া লাগে;
পদ্ম বিলে বুঝতে পারি ছদ্মবেশে কেমন লাগে
আবার আমি ঘরে ফিরি.
ঘরে ফিরেই হাসাহাসি...
টগবগিয়ে আবার আমি-
মন বললে,
দাওয়াত এলে ঘুরতে যাবো।
ভালোবাসা চিনে চিনে ফের ঘরেতে তাল শুকাবো..
যেমন করে, পরম্পরায় ভালোবাসা রয় ঘরটি জুড়ে
৭ই এপ্রিল ২০২৪