শক্ত চোয়ালের বোয়াল-সব
মাৎস্যন্যায় শিকারের নেশায়
এ-খাল ও-খাল খেয়ে ছোটজাত বা প্রতিযোগি,
পাড়ি দেয় রবি-ঝিকিমিকি রূপালী নদে।

লুটেরা-সব
জলজ প্রবালের ঐক্যে
প্রান্তিক বিশ্ব হতে জড়ো
জড় সে হবে বলে, শান্তির চেষ্টায়, প্রশান্ত অঞ্চলে।
তামাশার হকারেরা
লুটের রজনী ডেকে চলে-
ক্যাসিনোতে, বাড়ন্ত টাকা জোগায় অসম খাজনা...

সমতার বানিজ্যে,
দক্ষিণ হতে পশ্চিমে,
সাগরের দিক ও গতির ঢাল পাল্টে যায়।

অধিকার কর্মীর ন্যায্যতার দাবীতে- আমরা মানবিক।

মনে হয়, যথেষ্ট নয় এদেশের আদি যোগী।
আমদানিতে এবারের পণ্য-
আধা বা ভিন্ন অধিবাসী শেকড় গজানো বিপন্ন সাধুরা।

নতুন বানিজ্য কৌশল-
সাংস্কৃতিক সামাজিক ব্যবসা।
আর, সামাজিক খাজনা তো- মেহগনির মতো।
শক্ত শেকড়ের গাছ নতুন জাতের;
ভরে যাবে নবরূপে,
পলির ভাষায় নতুন আশার কানন।

ঘুরুক সভ্যতা।

৮ই এপ্রিল ২০২৫

# কবিতার কাছাকাছি