কে জানেনা মাটিতেই শুরু-শেষ;
দেহটা কবরে পচে,
খেয়ে নিলো গোরখোদক; গুরু সে বেশ।

ফিরেছি জীবন্ত কোষে...
দিনে দিনে মহাঘৃণিত বিপন্ন প্রাণীটাতে;
লাফিয়ে বেড়াই শস্যের ক্ষেতে অবাধ স্বাধীন।
ভয় বিশ্বাসীদের,
ধরা পড়লেই মৃতপ্রাণ অথবা শিকলে আবার ঘৃণার অধীন।।

৩০শে জুলাই ২০২৪