পলিতে পানি ঘোলা
ইলশেগুঁড়ি বৃষ্টিতে আরও ঘোলা
রূপোর থালায় ঘোলাটে তলায়
কোটি পোনা ঝলমলে হাসি হাসে।
যেমন শিশুরা টানে দুধের বাট-
মায়ের আঁচলতলে বঙ্গ ভাসে।
ঘোলা পানিতেই বাঙালির বাস,
হাজারো বছরের নিঃশ্বাস।
ধুলো-ধোঁয়ায় বাতাস ঘোলা, তাই সই ;
ঘোলা দুধেই পেতেছি দই।
তাইতো মোরা চলি ঘোলা, দেখি ঘোলা,
টাকাকড়ি ঘোলা, লেনদেন ঘোলা,
ঘোষের দুধ ঘোলা,
ইস্কুল ঘোলা...তবুও ছুটে কথার গোলা!
ভাষা ঘোলা, জাতি ভাগ করে সীমানা ঘোলা..
থাক বাকি কথা থাক ঘোলা।
কি যে আনন্দের এই ঘোলা, বিশাল বঙ্গের ঘোলার মেলা।।
নড়াইল, ১৬ই জানুয়ারি ২০২২