বাজারের টাকা নেই, বিনিময় ভার!
চুলোগুলো বসা নেই,
মস্ত বড় হার!
সেই হারে হেরে গিয়ে মানবতা কাঁদে!
গর্তে লুকিয়ে মুখ
শেয়ালেরা যারা লুকোতে পারে সুখ- বুদ্ধি সব ফাঁদে।
হাঁসগুলো শামুকগুলায় প্যাঁক প্যাঁক হাসে।
ডিম আর বেগুনে চালাচালি চলে ;
ক্ষণে ক্ষণে, ও বাড়ির কাকীর সনে-
সব ভার নিয়ে মা, কি কথা বলে!
গোলের বিনিময়, শূন্যতা কে কয়?
সেইতো চলছে সময়,
গোলমাল নয়,
কোন কালে বাংলায় শীত আসে নাই!
কোন কালে বাটিতে মোর হেমন্ত হাসে নাই।
ভাসে নাই- কোন কালে খামারবাড়ি,
বরিষকে কোন কালে দিতে পারি আড়ি!
২৪শে অক্টোবর ২০২৩