বাড়িটা পুড়ে গেছে!
নাকচাঁপা গন্ধে উদ্ধার কর বাকী দগ্ধ প্রাণ!
হতে পারে লাশ কোনো মানুষের-
অথবা পোষা বিড়ালের,
চালের ঠিক জারেরই পাশে শবেরা সর্বহারা বিন্যস্ত..
পেটে তীব্র ক্ষুধা!
উদ্ধারকাজে ঘর্মাক্ত শ্রম, ভাগ করে খায়।
ছাইচাপা উচ্ছিষ্ট কী ভাজা চাল;
বলো না তারে গণিমত!
চিবোনোর প্রেরণায় আরও সরবে জঞ্জাল,
আগাছা সরিয়ে নবপল্লবের হয় অভ্যুত্থান,
ঘটে যে গেছে অভ্যুদয়; নব সে প্রভাত।
৬ই আগস্ট ২০২৪