হেনরি তোমার একশোত কিস
হবে না মিস
জার্মান ভাষায় ম্যান্ডারিন চষে ইংরেজ গুলিয়ে
গোয়েন্দার হোমিও ফোটে
দাবার ছক এঁটে
বাংগাল প্রাণ ভেজে খেলে কটকটি।
ভিয়েতনামের মটরে আমাদের এইতো অগ্রগতি-
ওই যে তেতুলে চটকে খাই চটপটি।
গাঁয়ের সড়কে চালাই অগভীর ভটবটি, হ্যাছকা টানে
তোমার নাতিরা বলছে কানে কানে, দেবে মেলা মেলা বাতি
এ দেশ থেকে নাকি বেড়াতে গেছে সরস্বতী!
২১ শে জুলাই ২০২৩
পটভূমি: সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের একশো বছর বয়সী প্রবীণ বিতর্কিত বরেণ্য কূটনীতিক, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হেনরি কিসিঞ্জার। যুক্তরাষ্ট্র-চীনের ভেতর চলমান শীতল সম্পর্কের দূরীকরণে জনাব কিসিঞ্জারের ব্যক্তিগত প্রচেষ্টা হিসেবে সফরটি দেখা হচ্ছে।