চেনা ঘাটের অচেনা নিস্তব্ধতা;
ঘাটে পারাপারের যাত্রী কই!
প্রয়োজন ছাড়াই-
করুন সাইরেনের সুর তুলে,
হেলেদুলে নিজ বিশ্বাসে,
ফেরী থেকে নেমে এগিয়ে যায়- লাশবাহী ফ্রিজার ভ্যান।

পারাপারের পার হয়ে গেছে সে;
এখন গন্তব্যে পৌছানো অনেকটাই সম্ভব।

আমিও গন্তব্যের দিকে ;
তবে এযাত্রা উল্টো পথে।
যে পথের পাশে সারি সারি সেবালয়
সারি সারি ফ্রিজার ভ্যান
আর চোখে পড়া আয়োজন!

আরও অনেকের যাত্রা মনে হয় গন্তব্যের পথে!

নড়াইল থেকে ঢাকা যাত্রা পথে,
৮ই এপ্রিল ২০২১

পটভূমি: তীব্র করোনা মহামারি কাল; অস্তিত্ব কাঁপানো ভয়ার্ত সময়।