আমাকে টেনেহিঁচড়ে
কয়েদি বাতাসীর মতো টানে আন্ডারপাস;
ফোলা ফুলেল ফাঁপানো ফ্রকে এখন মহারানীর পায়া।
দাপানো উন্নয়নের দাবানো গরমে হাঁপানো শ্বাস।
প্রতিযোগী বায়ু টানে পল্লীর কৃষ্টি,
সভ্যতার সংযোগে ;
ফ্রকে ফ্রকে ঘূর্ণন নৃত্যে উপরে প্রগতির রেল যাবে বহুদূরে..
এবং, হ্যাঁচকা টানে গাঁও ভাগ করে!
শীতল টানে তাপ ছেড়ে
দেখো রে সুলতান
তোমার তালপাতার তালপাখা ঘুরবে এবার কার হাতে।।
বাঘারপাড়া, যশোর, ১৩ই জুন ২০২২
# সুলতান- আবহমান সংগ্রামী গ্রামীণ বাংলার শিল্পকর্মের বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান।