তোমার বাজার গরম হয়,
আগুন দাও গরম হাওয়ায়;
আমার বাড়ি পুড়ে ছাই!
লে হালুয়া-
ভালো কথার সখ্যতায়,
ফেরেববাজি কার পাল্লায়!
কোথায় ঝুলে ন্যায্যতা,
নীতির মূলে কব্জা এখন যাচ্ছে তাই।
হাতাপাতা যেথাসেথা
সাঁতরে চলি যে কূলে পাই জীবন ঠাঁই।
৩০শে সেপ্টেম্বর ২০২৩
পটভূমি: তৈরি পোশাকের ক্রয়াদেশের দাম যৌক্তিকভাবে বৃদ্ধির জন্য কাছে দাবি জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন। পশ্চিমা দেশগুলোতে মুদ্রাস্ফীতির কারণে বাংলাদেশ, চীন, ভারত, ভিয়েতনাম, কাম্বোডিয়া, পাকিস্তানের রপ্তানি কমেছে। অন্যদিকে এ দেশগুলোতে গনতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার নিয়ে পশ্চিমা দেশগুলো বর্তমানে খুবই সক্রিয়।