এপাড়া ওপাড়া থেকে কানে এলো।
ছুরি হাতে কাটতে ফলটা- 
কেঁপে ওঠে আমার রক্তাক্ত হাতটা,
জখম হয়েছে উৎপল!
আমার সে অতিপ্রিয় আহমেদ উৎপল।

দিব্যি হেসে কুটিকুটি,
সে বলছে সে নাকি জ্যান্ত এক স্টোরি!
ফ্যাক্ট বুঝে মন। তবুও, ঘ্যানর ঘ্যানর চলছে সারাক্ষণ।

ফলাফল,
কিছুদিন দূরে থাকি- ফল ও ছুরি।

১৪ই ডিসেম্বর ২০২৪