স্মৃতিগুলো চাপা থাকে
দিন ধরে মাস মাস।
মনটা কোনো কালে ভিজে গেলে
খোঁজে জল;
উষ্ণতায় ফেটে বেরোবে অংকুর-
বিটপী হতে চায়..
পাকা মোহনীয় গন্ধে শরতের তাল চুষে
আঁশের শাঁসগুলো ফেলে রাখি আশায়।
অংকুর দেখে বিটপী নয়, গ্রাসে মন ভোগ চায় শাঁসগুলো..
ময়লা-ধূসর আঁশে চোখের ফাঁকিতে কিছু বেঁচে রয়,
আগামীর বিটপী।
আমি তুমি কোন বিটপী?
১৪ই জুলাই ২০২৪