শক্তির অভাবে চরিত বদলাও স্বভাবে।
গ্যাসে চলে বিদ্যুৎ বলে-
শক্তি'রা চাপা পড়ে ট্যাক্সের তলে।
বুড়ো হাতে শক্তি থাকে না বিধাতার ইচ্ছায়;
জোয়ানী খুঁজো কেনো মরুর মরিচীকায়?
মনে হয় একদম সোজা পথ-
নিয়ে আসো বিজয়ী রথ লকলকে লাউ এর মাচায়!
যেখানে রোহিঙ্গা শিশুরা হামাগুড়িতে চেঁচায়।
বিনে পয়সার দাস, আহা!
মুদ্রার দু'পিঠ দেখে দেখে, একদা উজবুক করেছো গ্রাস।
কার দীর্ঘশ্বাস!
না না বহুরূপী!
ছাড়ো চাল- ভান ধরে উত্তরীয় ছলাকলা, চাল সে ইউরোপী!
তোমার বয়াতির চক্রের সাথে আজ, ঘোরে যে ইতিহাস!
নড়াইল, ১২ই জুলাই ২০২২